Logo
Logo
×

সারাদেশ

জুলাই হত্যা মামলার আসামি শেখ ফায়েজ গ্রেফতার

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১১:২৫ এএম

জুলাই হত্যা মামলার আসামি শেখ ফায়েজ গ্রেফতার

জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার আসামি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফরিদপুরের সভাপতি শেখ ফয়েজ আহম্মেদ। ছবি: যুগান্তর

ফরিদপুরে জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার আসামি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফরিদপুরের সভাপতি শেখ ফয়েজ আহম্মেদকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যার পর তাকে গ্রেফতার করা হয়।

শেখ ফয়েজ ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার শেখ মানিকের ছেলে এবং ফরিদপুর সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যার পর শহরের আলীপুর গোলপুকুর ড্রিম শপিং কমপ্লেক্সের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা তাকে আটক করে। পরে থানা-পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে কোতয়ালী থানায় নিয়ে যায়।

স্থানীয় ছাত্রনেতারা জানান, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় শেখ ফয়েজ সরাসরি আন্দোলনের বিরোধিতা করেন এবং আওয়ামী লীগ নেতাদের সঙ্গে হামলায় অংশ নেন। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। চলতি নভেম্বর তিনি ফরিদপুরে ফিরে এসে কিছু বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সোহেল রানা বলেন, ফরিদপুরের তথাকথিত সাংবাদিক শেখ ফয়েজ জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামি। তাকে আমরা আটক করে পুলিশের কাছে দিয়েছি।

ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল বলেন, ফয়েজকে খুঁজছিল কোতয়ালী থানা পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে আলীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম