ঝিনাইদহে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১০
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১২:৫২ পিএম
ঝিনাইদহ সদরের ফুরসন্দি গ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ঝিনাইদহ সদরের ফুরসন্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে গ্রামের বিএনপি নেতা শাহাবুর মোল্লা ও জাহিদ বিশ্বাসের সমর্থকদের মধ্যে সামাজিক বিরোধ চলছিল। সম্প্রতি বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে বেশ কয়েক দফা মারামারিও হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে শাহাবুর মোল্লার সমর্থক আল-আমিন ও জাহিদ বিশ্বাসের সমর্থক ফিরোজের মধ্যে পারিবারিক কলহের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ঘটনাটি দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ১০ জন আহত হন এবং দুইটি বাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

