Logo
Logo
×

সারাদেশ

দেড় বছর পর দলে ফিরলেন ভৈরব যুবদলের সম্পাদক

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৭:০১ পিএম

দেড় বছর পর দলে ফিরলেন ভৈরব যুবদলের সম্পাদক

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভৈরব উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আল মামুনের দীর্ঘ বহিষ্কারাদেশ এক বছর ৪ মাস পর প্রত্যাহার করেছে বিএনপি।

সোমবার (২৪ নভেম্বর) রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ তথ্য বৃহস্পতিবার সকালে জানানো হয়।

উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম এ বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- তার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপজেলা যুবদলের নেতাকর্মীরা।

তারা বলেছেন, এ বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে ভৈরব উপজেলা যুবদলসহ বিএনপির সব অঙ্গসংগঠন আরও গতিশীল হবে।

কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. শরীফুল আলমের বলিষ্ঠ নেতৃত্বে তৃণমূল নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।

এ বিষয়ে ভৈরব উপজেলা যুবদল সাধারণ সম্পাদক আল মামুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘ ১৬ মাস পর বহিষ্কারাদেশ প্রত্যাহারে চিঠিটি আজ বৃহস্পতিবার হাতে  পেয়েছি। উপজেলা যুবদলকে সুসংগঠিত করতে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে নিরলসভাবে কাজ করে যাব। তাছাড়া আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মো. শরীফুল আলমকে বিপুল ভোটে জয়ী করতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি জানান।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ জুন অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভৈরব উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আল মামুন চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোটে অংশগ্রহণ করে পরাজিত হয়েছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ২০২৪ সালের ২২ মে দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিষ্কার করা হয়েছিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম