Logo
Logo
×

সারাদেশ

জনগণের আস্থা অর্জনই এখন বিএনপির প্রধান লক্ষ্য: চাঁদ

Icon

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম

জনগণের আস্থা অর্জনই এখন বিএনপির প্রধান লক্ষ্য: চাঁদ

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে অবহেলিত চকরাজাপুর ইউনিয়নকে একটি পর্যটন এলাকা এবং বেকার সমস্যা দূর করা হবে। জীবনমানের উন্নয়ন করা হবে। 

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা নানা প্রতিকূলতা, দমন-পীড়ন, মামলা-হামলার মধ্যেও রাজপথে থাকার কারণে পরিবর্তন এসেছে। তাই দেশের মানুষ এখন স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন চায়। বিএনপি সেই প্রত্যাশা পূরণে কাজ করছে। জনগণের আস্থা অর্জনই এখন বিএনপির প্রধান লক্ষ্য।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে চকরাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্যের সমাবেশে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম ও ছাত্রদল নেতা সাগর শিকদারের যৌথ সঞ্চালনায় এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকারের সভাপতিত্বে তারুণ্যের সমাবেশ বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বিএনপির নেতা সাইফুল ইসলাম, তফিকুল ইসলাম, মখলেচুর রহমান, সুরুজ্জামান, আবদুস সালাম, শফিকুল ইসলাম, চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুছা খামারু, সাধারণ সম্পাদক জগলু শিকদার প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম