Logo
Logo
×

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

Icon

যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

আহতদের দুজন। ছবি: যুগান্তর

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের গুলিতে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শহরের কান্দিপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- ওই এলাকার নাজমুল আহমেদ টুটুল (৩৬), শিহাব (৩০) ও সাজু মিয়া। আহতদের মধ্যে টুটুল ও শিহাব জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সদর মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে কান্দিপাড়া এলাকার লায়ন শাকিল গ্রুপ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে সন্ধ্যায় দিলীপ গ্রুপের লোকজন কান্দিপাড়া এলাকায় অবস্থানকালে লায়ন শাকিল ও তার সহযোগীরা দিলীপ গ্রুপের লোকজনের ওপর এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে টুটুল, শিহাব ও সাজু মিয়া গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 

তিনি আরও জানান, আধিপত্যের পেছনে আরও কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। 

জেলার সদর হাসপাতালের চিকিৎসক নুর ইবনে বিন সিফাত জানান, রাবার বুলেটে আহত দুজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম