বাজার করতে এসে প্রাণ গেল নানী-নাতনির
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১০:৫৩ এএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
চাঁদপুরে পদ্মা পরিবহণের একটি যাত্রীবাহী বাসের চাপায় নানী নাজমা বেগম (৫০) ও নাতনি মারজিয়ার (৮) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত পৌনে ১০টায় হাজীগঞ্জ পশ্চিম বাজারে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত শিশু মারজিয়া আক্তার লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বিগা ঢালী বাড়ির প্রবাসী মানিক ঢালীর মেয়ে। আর নাজমা বেগম ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বড় হাজী বাড়ির মনির হাজীর স্ত্রী। তারা দুজনই হাজীগঞ্জে বাজার করতে আসছিল।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাইফুর ইসলাম বলেন, নাজমা বেগম তার নাতনি মারজিয়াকে নিয়ে হাজীগঞ্জ বাজারে আসেন। পশ্চিম বাজারে সড়ক পারাপারের সময় দ্রুত গতির পদ্মা পরিবহণের একটি বাস তাদের চাপা দেয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মারজিয়াকে মৃত ঘোষণা করে। আর নাজমা বেগমকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানোর পথেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে হাসপাতালে গিয়ে তথ্য সংগ্রহ করে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মুরাদ হোসেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন ফারুক বলেন, ঘটনাস্থল থেকে পদ্মা পরিবহণের বাসটি জব্দ করা হয়েছে। বাস চালককে পুলিশি হেফাজতে আনা হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। তবে ড্রাইভার ছিল না, যে চালিয়েছে সে সুপারভাইজার ছিল।

