Logo
Logo
×

সারাদেশ

আধিপত্য বিস্তারের সংঘর্ষে গুলি, নিহত ১

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম

আধিপত্য বিস্তারের সংঘর্ষে গুলি, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গোলাগুলির ঘটনা ঘটে। এতে সাদ্দাম হোসেন (৩২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তিনি ওই এলাকার মো. মস্তু মিয়ারের ছেলে।

নিহত সাদ্দামের লাশ বর্তমানে ৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।

পরিবারের অভিযোগ, বুধবার সন্ধ্যায় কান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তিনজনকে গুলি করে আহত করা হয়। উত্তেজনা বিরাজ করছিল। মধ্যরাতে সাদ্দামকে ঘর থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান, কান্দিপাড়ার দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। এর জেরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় কান্দিপাড়া মাদ্রাসা রোডে গুলিতে টুটুল, শিহাব ও সাঞ্জু আহত হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম