Logo
Logo
×

সারাদেশ

ছোট বাজারে বড় চুরি!

Icon

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৯:০৩ পিএম

ছোট বাজারে বড় চুরি!

রংপুরের পীরগাছায় একটি ছোট বাজারে বিভিন্ন ধরনের সাতটি দোকানে বড় চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ নভেম্বর) রাত প্রায় ৩টার দিকে উপজেলার অন্নদানগর ইউনিয়নের মমিনবাজারে এ চুরির ঘটনা ঘটে।

ঘটনাটি জানাজানির পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পীরগাছা থানা পুলিশ, গোয়েন্দা বিভাগের সদস্য, জনপ্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা। তবে ছোট বাজারে এই প্রথম বড় ধরনের চুরির ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

সরেজমিন জানা যায়, মমিনবাজার প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রতিষ্ঠিত। অর্ধশতাধিক দোকান নিয়ে পরিচালিত হচ্ছে এ বাজারটি। এ বাজারে শুক্রবার রাত ৩টার দিকে ১০-১২ জন যুবক হাতে অস্ত্র নিয়ে মুখোশ পরে দুজন নিরাপত্তা প্রহরীর হাত-পা বেঁধে একটি দোকানের ভিতরে অবরুদ্ধ করে রাখেন। এরপর তারা সিসি ক্যামেরার তার ছিন্ন করে একে একে সাতটি দোকান চুরি করে নিয়ে যায়।

চুরি হয়ে যাওয়া দোকানগুলো হচ্ছে- জাহিদুল ইসলামের মোবাইলের দোকান, হিরু ব্যাপারীর সার ও কীটনাশকের দোকান, আব্দুল গফুরের দোকান, আব্দুল করিম মাস্টারের কীটনাশক ও সারের দোকান, কাজল মিয়ার ভ্যারাইটিজ দোকান, ধানের ব্যাপারী আলতাফ হোসেনের দোকান ও দুলাল মিয়ার গোখাদ্যের দোকান।

এসব দোকানের মধ্যে আব্দুল গফুরের দোকান থেকে ৫০ হাজার, জাহিদুল ইসলামের মোবাইলের দোকান থেকে ৪০টি বাটন ফোন ও স্মার্ট মোবাইল তিনটি, কাজলের দোকান থেকে তেল, সাবান, সিসি ক্যামেরার মেশিনসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা। এছাড়াও অন্যান্য দোকানগুলোতে বিভিন্ন ধরনের মালামাল, টাকা চুরিসহ দোকানের দরজা ভেঙে প্রায় ৩-৪ লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে।

দোকানের মালিকরা সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের শাস্তির দাবিসহ ক্ষতিপূরণের দাবি করেন।

বাজারের নিরাপত্তা প্রহরী আব্দুর রহমান ও গাজী রহমান ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ভোরের দিকে আমাদের চিৎকারে স্থানীয় দুলাল হোসেন তাদের হাত-পায়ের বাঁধন খুলে দেন।

দুলাল হোসেন জানান, আমি তাদের চিৎকারে দোকান খুলে দেখি তারা হাত-পা বাঁধা অবস্থায় আছে। তবে তাদের সামনে শুকনা মুড়ি খেতে দিয়েছিল চোরেরা।

তবে ছোট বাজারে এই প্রথম বড় ধরনের চুরির ঘটনায় সুষ্ঠু তদন্তসাপেক্ষে চোরদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন ইউপি সদস্য রেজাউল করিম, সমাজসেবক সৌমিক আহমেদ মেরিনসহ অনেকে।

পীরগাছা থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, আমরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে চুরি হয়ে যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম