Logo
Logo
×

সারাদেশ

বগুড়া-৭ আসন

সাবেক এমপি লালুসহ ১২ নেতাকে নিয়ে খালেদা জিয়ার নির্বাচনি কমিটি

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১০:৪০ পিএম

সাবেক এমপি লালুসহ ১২ নেতাকে নিয়ে খালেদা জিয়ার নির্বাচনি কমিটি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুকে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের নির্বাচনি সমন্বয়ক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া ১১ নেতাকে সদস্য করা হয়েছে।

সম্প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কমিটির অনুমোদন দেন।

শনিবার বেলা ১১টার দিকে বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে বেগম খালেদা জিয়ার নির্বাচনি প্রধান কার্যালয়ে গুরুত্বপূর্ণ সভা আহবান করা হয়েছে।

গাবতলী ও শাজাহানপুর থানাসহ জেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের এসব নেতাকর্মীকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

সমন্বয়ক হেলালুজ্জামান তালুকদার লালু স্বাক্ষরিত পত্রে এ তথ্য পাওয়া গেছে।

কমিটির শীর্ষপর্যায়ের সদস্যরা হলেন- গাবতলী থানা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, শাজাহানপুর থানা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন, গাবতলী থানা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, শাজাহানপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, গাবতলী পৌর বিএনপির সভাপতি কায়দুজ্জোহা টিপু, গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, বগুড়া জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম, শাজাহানপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল বাশার এবং শাজাহানপুর থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান অটল।

নেতাকর্মীরা জানান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কের দায়িত্ব গ্রহণ করায় প্রচারণায় নতুন গতি আসবে। নির্বাচনি মাঠ গোছাতে তার নেতৃত্বই হবে কেন্দ্রীয় কৌশলের প্রধান অংশ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম