Logo
Logo
×

সারাদেশ

‘ধর্ম ও মুক্তিযুদ্ধকে হাতিয়ার বানানোদের কাছে দেশ নিরাপদ নয়’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১২:০৭ এএম

‘ধর্ম ও মুক্তিযুদ্ধকে হাতিয়ার বানানোদের কাছে দেশ নিরাপদ নয়’

ছবি: সংগৃহীত

বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, যারা ধর্ম ও মুক্তিযুদ্ধকে রাজনৈতিক ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তাদের আমলে দেশ ও জনগণ কখনোই নিরাপদ থাকতে পারে না।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য কামনায় গণদোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আব্দুস সালাম আজাদ বলেন, বিএনপির শাসনামলই ছিল দেশের জন্য সবচেয়ে নিরাপদ সময়। অন্য ধর্মের মানুষও নিরাপদ থাকে না যখন ধর্ম নিয়ে ব্যবসার রাজনীতি চলে। বিএনপির আমলে সবাই নিরাপদ ছিল, এখনো নিরাপদ থাকবে, আর সামনেও বাংলাদেশ সত্যিকারভাবে নিরাপদ থাকবে।

তিনি বলেন, বিএনপির ডাকা আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে অসংখ্য নেতা-কর্মী ও সাধারণ মানুষ শহীদের মর্যাদা অর্জন করেছেন। জুলাই আন্দোলনে যারা নিজের জীবন আত্মাহুতি দিয়েছে তারা শুধু পরিবারের নয়, জাতির গৌরব। তাদের স্মরণে বিএনপির নানা কর্মপরিকল্পনা রয়েছে।

বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট বলেন, শহীদ জিয়া দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। আওয়ামী লীগও তখন রাজনীতি করার সুযোগ পেয়েছিলো। কিন্তু অকৃতজ্ঞ আওয়ামী লীগ দেশে রাজনীতির সুযোগ পেয়ে শহীদ জিয়া ও দেশের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। তেমনিভাবে যে দলটি দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সুযোগ পেলে সে দলটিও দেশ ও জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে। তাই দেশ ও জাতির বিরুদ্ধে অবস্থান নেওয়া দলগুলোকে চিহ্নিত করে নির্বাচনের মাধ্যমে তাদের বয়কট করতে হবে।

তিনি তার বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দেশবাসীর দোয়া কামনা করেন।

উপজেলা যুবদলের আহবায়ক হাজী মুক্তার হোসেন খানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিএনপির প্রান্তিক জনশক্তি সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ, টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর, লৌহজং উপজেলার ভারপ্রাপ্ত আহবায়ক রিপন মল্লিক, জেলা বিএনপি নেতা ওমর ফারুক অবাক, যুবদলের উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-আমীন খান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর ফারুক রাসেল, ছাত্রদলের সদস্য সচিব রানা হোসেন রনি প্রমুখ।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম