Logo
Logo
×

সারাদেশ

ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হবে যে শহর

Icon

এসএন পলাশ, বরিশাল

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৭:৫২ এএম

ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হবে যে শহর

ছবি: সংগৃহীত

বরিশাল শহর বড় ধরনের ভূমিকম্পে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়তে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন নগর উন্নয়ন বিশেষজ্ঞ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। 

বিভিন্ন সংস্থা ও প্রকৌশল দপ্তরের প্রাথমিক তদন্তে জানা গেছে, বরিশাল সিটি করপোরেশন এলাকায় আনুমানিক ৩৫ হাজারের বেশি ভবন বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC) না মেনে নির্মিত হয়েছে। এর অনেকই উপকূলীয় নরম পলিমাটির ওপর দাঁড়িয়ে থাকায় সামান্য কম্পনেও এসব ভবন ধসে পড়ার ঝুঁকি অত্যন্ত বেশি। 

সরেজমিন দেখা যায়, নগরীর প্রায় প্রতিটি ওয়ার্ডেই বহুতল ভবন নির্মাণে অনিয়ম এখন যেন স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। তদন্তে উঠে এসেছে নানা উদ্বেগজনক তথ্য। ভিত্তি পরীক্ষা বা মাটি বিশ্লেষণ ছাড়াই বহু বহুতল ভবন নির্মাণ, অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত তলা উঠিয়ে ফেলা, নিম্নমানের রড, সিমেন্ট ও নির্মাণসামগ্রী ব্যবহার, ভবনের ন্যূনতম দূরত্ব, ফাঁকা জায়গা এবং নিরাপত্তা মান অমান্য, দালালচক্রের মাধ্যমে দ্রুত ও অনিয়মিতভাবে অনুমোদন নেওয়ার প্রবণতা। 

ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, বরিশাল যদিও ‘মধ্যম ঝুঁকি জোন’-এ পড়ে, তবুও ঘনবসতি ও নরম পলিমাটির কারণে সামান্য কম্পনেও পুরোনো ও দুর্বল ভবনগুলো ধসে পড়তে পারে। 

বিসিসির প্রকৌশল বিভাগ জানায়, গত কয়েক বছরে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ শুরু হলেও মালিকদের অনাগ্রহ, আইনি জটিলতা ও রাজনৈতিক চাপের কারণে কাজ আগাতে পারেনি। 

এক কর্মকর্তা বলেন, ‘হাজার হাজার ভবন নিয়ম না মেনে নির্মাণ হয়েছে। এগুলো অপসারণ বা সংস্কারের নির্দেশ দিলে বেশিরভাগ মালিকই সহযোগিতা করেন না।’ 

শহরের বাসিন্দা বলছেন, বরিশালের সড়কসংকীর্ণ এলাকা ও ঘিঞ্জি পরিবেশে যদি বড় ভূমিকম্প ঘটে, তাহলে উদ্ধারকাজ পরিচালনা করাও কঠিন হয়ে পড়বে। 

বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, ১৩ বছর আগে নগরীর ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা হয়েছে। এরপর আর নতুন করে তালিকা করা হয়নি। তবে দ্রুত নগরীর ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা ও অপসারণের কার্যক্রম শুরু হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম