Logo
Logo
×

সারাদেশ

পুলিশের বিশেষ অভিযান

ডাকাত সর্দার শহিদুল ইসলামসহ গ্রেফতার ২৬

Icon

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৩:৫০ পিএম

ডাকাত সর্দার শহিদুল ইসলামসহ গ্রেফতার ২৬

আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শহিদুল ইসলাম (৫০)। ছবি: যুগান্তর

নাটোরের সিংড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শহিদুল ইসলাম (৫০) সহ বিভিন্ন মামলায় ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার (২৮ নভেম্বর) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র মামলায় একজন,অপারেশন ডেভিল হান্টে তিনজন,মাদক মামলায় ছয়জন,চুরি মামলায় দুইজন,ওয়ারেন্টভুক্ত আসামী আটজন ও ১৫১ ধারায় ছয়জনসহ মোট ২৬ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। 

গ্রেফতারকৃত ডাকাত দলের সর্দার উপজেলার নিঙ্গইন ভাটোপাড়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। তার কাছ থেকে একটি অন সুটার পাইপগান উদ্ধার করা হয়েছে। এছাড়াও ছয়জন মাদকসেবীর কাছ থেকে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ। 

বিভিন্ন মামলায় গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার বড়সাঐল গ্রামের রিনা পারভীন(২৮), বড় বাড়িয়া গ্রামে নাহিদ হোসেন(১৯), বিলদহর গ্রামের আজহার ওরফে কালু(৭০), সিকিচড়া গ্রামের ফারুক হোসেন(৩৮), আনোলিয়া গ্রামের ঝরু ওরফে মতিউর(৩২), গুনাইখাড়া গ্রামের নুর ইসলাম (৫০), একই গ্রামের সামাদ আলী (৫০), রাজু আহমেদ (২৬), হাসিঘাটি গ্রামের মোহন আলী (২৫), বড় বারইহাটি গ্রামের সাখাওয়াত শেখ (৪৫), নাছিয়ারকান্দি গ্রামের ফইমুদ্দিন (৬০), শতকুড়ি গ্রামের আজিমুদ্দিন (৩০),বিয়াশপাড়ার ঝন্টু মিয়া(৩৭), বাহাদুরপুর গ্রামের সাজ্জাদ হোসেন (৩৫), হোসেনপুরের আসলাম (৪৩), সরকারপাড়ার খাইরুননেছা(৪৫), মতিয়ার(৪০), শতকুড়ি গ্রামের আব্দুস সালাম (৩২) একই গ্রামের রেজাউল করিম (৩২) ও আব্দুস সোবহান (৪২),বড়বাড়ি গ্রামের হানিফ (৫২),নগর মাঝগ্রামের আলিম শেখ (৩৯),বামিহালের মিঠুন আকন্দ (২৬),কালিগঞ্জের সজিব আকাশ (২৮) ও বগুড়া জেলার শাহজাহানপুরের জহুরুল ইসলাম (৩৮)।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুজ্জামান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম