Logo
Logo
×

সারাদেশ

ভাঙ্গায় ফের আ.লীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম

ভাঙ্গায় ফের আ.লীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আওয়ামী লীগের নেতাকর্মীরা ফুল দিয়ে বিএনপিতে যোগদান করছে। ছবি: যুগান্তর

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

শনিবার (২৯ নভেম্বর) বিকালে ভাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাপুড়িয়া সদরদী গ্ৰামে বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম মুন্সীর বাড়িতে উঠান বৈঠকে তারা যোগদান করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ফরিদপুর-৪ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুলের হাতে ফুল দিয়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

বিএনপিতে যোগদান করা আওয়ামী লীগ নেতাকর্মীরা হলেন- আওয়ামী লীগের উপজেলা তথ্য ও গবেষণা সম্পাদক লাভলু শিকদার, আওয়ামী লীগ নেত্রী ও ৯নং ওয়ার্ড কমিশনার পারুল বেগম, কমিশনার জাহিদ, ভাঙ্গা সরকারি কেএম কলেজের সাবেক ভিপি আকরামূজ্জান মিঠু, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ভাঙ্গা সরকারি কেএম কলেজের সাবেক জিএস লাভলু মুন্সী, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর শেখ সৈয়াদ আলী, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের সহ-সভাপতি লেয়াকত মোল্লা, আওয়ামী লীগ নেতা ও ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জাফর মুন্সী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের লাভলু ফকির, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন মুন্সীসহ আওয়ামী, যুবলীগ ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী। 

শহিদুল ইসলাম খান বাবুল বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে ফরিদপুর বিভাগসহ ভাঙ্গা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। আওয়ামী লীগের যারা খারাপ তারা পালিয়ে গেছে। যারা ভালো কাজ করবেন তারা আমার সঙ্গে থাকুন। আমি আপনাদের সত্যিকারের উন্নয়ন দেব।

বিএনপি নেতা আলম মুন্সীর সভাপতিত্বে উঠান বৈঠক আরও উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্না, ভাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবহান শামীম ও সহ-সভাপতি ফারুকুজ্জামান ছট্টু প্রমুখ।

এর আগে, মঙ্গলবার বিকালে মহিলা কলেজ মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম