ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল নেতা হত্যা
স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৭ জনের নামে মামলা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১১:২১ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের সাবেক নেতা সাদ্দাম হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। সাদ্দামের বাবা মোস্তফা কামাল ওরফে মস্তু মিয়া বাদী হয়ে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ওরফে দিলীপকে প্রধান আসামি করে সাতজনের নামে এ মামলা করেছেন।
অন্য আসামিরা হলেন- বাবুল মিয়া, শাকিল মিয়া, পলাশ মিয়া, টিটন মিয়া, বাপ্পা মিয়া এবং কাজল মিয়া। এছাড়া মামলায় অজ্ঞাত আরও ৫-৭ জনকে আসামি করা হয়েছে।
এর আগে শুক্রবার ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় সাদ্দামের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে স্বজনরা লাশ নিয়ে দেলোয়ার হোসেনসহ জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা লাশ নিয়ে সদর থানায় গিয়ে মামলা নেওয়ার দাবিতে অবস্থান নেন। পরে ওসি মামলার এজাহার গ্রহণ করলে স্বজনরা লাশ নিয়ে থানার সামনে থেকে সরে যান।
জানা যায়, বৃহস্পতিবার রাত দেড়টায় কান্দিপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে সাদ্দামকে গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়।
পরিবার ও স্বজনদের অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের নেতা দেলোয়ার ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। সাদ্দাম সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন।
