Logo
Logo
×

সারাদেশ

আধিপত্যের দ্বন্দ্বে সালথায় সংঘর্ষে আহত শতাধিক

Icon

ফরিদপুর ব্যুরো ও সালথা প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১১:২৫ পিএম

আধিপত্যের দ্বন্দ্বে সালথায় সংঘর্ষে আহত শতাধিক

ছবি: সংগৃহীত

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে শতাধিক আহত হয়েছেন। 

শনিবার সকাল থেকে বেলা পৌনে ১২টা পর্যন্ত উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া বাজার এলাকায় তিনটি স্থানে এই সংঘর্ষ হয়। এ সময় অন্তত ২০টি বসতবাড়িতে ভাঙচুর করা হয়। লুটপাট করা হয় গবাদিপশুসহ মালামাল।

এলাকাবাসী জানায়, আওয়ামী সরকার পতনের পর থেকে উপজেলার গট্টি ইউনিয়নের আধিপত্য নিয়ে জাহিদ মাতুব্বর ও নুরু মাতুব্বরের সমর্থকদের মধ্যে বিরোধ শুরু হয়। সরকার পতনের পর তারা বিএনপিতে যোগ দিয়ে গট্টি ইউনিয়নের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠেন। এরই ধারাবাহিকতায় মাঝে মাঝে একপক্ষ আরেক পক্ষের সমর্থকদের ওপর হামলা-পালটাহামলা চালিয়ে আসছে। এরই জেরে শনিবার উভয়পক্ষের হাজারো সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে আহতদের মধ্যে অন্তত ৫০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সালথা থানার ওসি (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল বলেন, পুলিশ ও সেনাবাহিনী যৌথ প্রচেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম