Logo
Logo
×

সারাদেশ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

Icon

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৫:০০ এএম

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন, ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে সিলেটের গোলাপগঞ্জে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ যোহর উপজেলার পৌর শহরে অবস্থিত চৌমূহনী জামে মসজিদে বিএনপি নেত্রী সৈয়দা আদিবা হোসেনের উদ্যোগে এবং উপজেলা এবং পৌর বিএনপি যুবদল ছাত্রদলসহ অঙ্গসংগঠনের সহযোগিতার এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিল দোয়া পরিচালনা করেন গোলাপগঞ্জ চৌমূহণী জামে মসজিদের ইমাম মাও, ওয়ারিছ উল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান হেলাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহসভাপতি আব্দুল কাদের সেলিম, জেলা বিএনপির সাবেক তাতী বিষয়ক সম্পাদক অহিদ আহমদ তালুকদার, বিয়ানীবাজার উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক শিপলু আহমদ, গোলাপগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল হোসেন, আমুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফফার কুটি, লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সহসভাপতি সেবুল আহমদ বাটুল, যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আহমদ, , উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রাজু আহমদ, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক নুরুজ্জামান জুবেল, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হোসেন আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব টিপু সুলতান,উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক তাজির আহমদ, শাহরিয়ার হোসেন নবীন। মিলাদ দোয়া মাহফিলের পর শিরনী বিতরণ করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম