Logo
Logo
×

সারাদেশ

স্বজনকে দেখে ফেরা হলো না সেলিম-ইব্রাহিমের

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১০:৩১ এএম

স্বজনকে দেখে ফেরা হলো না সেলিম-ইব্রাহিমের

ফাইল ছবি।

যশোরে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যশোর-চৌগাছা সড়কের জগহাটি জোড়াব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহেশপুর উপজেলার আলিসা গ্রামের সেলিম হোসেন (৪৮) ও ইব্রাহিম হোসেন (৫০)।
  
জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন স্বজনকে দেখে বাড়ি ফিরছিলেন সেলিম হোসেন ও ইব্রাহিম হোসেন। পথিমধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন জগহাটি জোড়ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই মোটরসাইকেল আরোহীর। 
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত বলেন, নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি শনাক্ত করা যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম