Logo
Logo
×

সারাদেশ

পাওয়া টাকা নিতে গিয়ে গণধর্ষণের শিকার পোশাক শ্রমিক

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৭:২৫ পিএম

পাওয়া টাকা নিতে গিয়ে গণধর্ষণের শিকার পোশাক শ্রমিক

পাওয়া টাকা নিতে গিয়ে ময়মনসিংহের নান্দাইলে গণধর্ষণের শিকার হয়েছেন এক পোশাক শ্রমিক। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি শামীম রাইহানকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (৩০ নভেম্বর) ভোররাতে ত্রিশাল উপজেলার কাজিরকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে।

দুপুরে র‌্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিনিয়র সহকারী পরিচালক।

মামলার এজাহার সূত্রে র‌্যাব জানায়, এক বছর পূর্বে অসুস্থতাজনিত কারণে স্বামী মারা যাওয়ার পর নারী (৩৭) তার ১০ বছরের ছেলেকে নিয়ে গাজীপুর মাওনা এলাকায় গার্মেন্টস এ চাকরি নেন। সেই সুবাদে মামলার ১নং আসামি মো. এনামুল সরদারের (৪০) সঙ্গে তার পরিচয় হয়। এনামুল মহিলার নিকট ১১ হাজার টাকা ধার নেন এবং টাকা ফেরত দিবে বলে বাড়িতে যেতে বলেন।

ধারের টাকা নিতে গত ২৫ নভেম্বর এনামুলের বাড়ির নিকট যাওয়ার সময় এজাহার নামীয়সহ অজ্ঞাত কয়েকজন ওই নারীকে অটোরিকশায় উঠিয়ে একটি কলাবাগানে নিয়ে যায়। পরে নারীকে জোরপূর্বক দলগতভাবে ধর্ষণ করে। এ সময় নারীর ডাকচিৎকারে ধর্ষকরা পালিয়ে যায়। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ধর্ষকদের বিরুদ্ধে নান্দাইল থানায় গণধর্ষণ মামলা করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম