Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ মানববন্ধন

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৮:৩৯ পিএম

কুমিল্লায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ মানববন্ধন

ছবি: যুগান্তর

কুমিল্লা ইপিজেডে বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও পুনরায় কর্মস্থলে ফিরে যাওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন নাসা গ্রুপের বিভিন্ন কারখানার শ্রমিকরা। রোববার (৩০ নভেম্বর) শ্রমিকরা ইপিজেডের ১ নাম্বার ফটকের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন। 

আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, নাসা স্পিনিং লিমিটেড, নাসা স্পিনারসসহ নাসা গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠান ২০২৫ সালের এপ্রিল থেকে ধীরে ধীরে উৎপাদন কমাতে থাকে। পরে চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণভাবে ‘বন্ধ’ ঘোষণা করা হয়। কিন্তু বন্ধের পরও বহু শ্রমিকের কয়েক মাসের বেতন-ভাতা বকেয়া থেকে যায়।

শ্রমিকদের অভিযোগ, বারবার সময় দিলেও মালিকপক্ষ পাওনা পরিশোধের কোনো সিদ্ধান্ত দেয়নি। 

এরই মধ্যে গত ২৯ নভেম্বর কোম্পানির পক্ষ থেকে নতুন একটি নোটিশ প্রকাশ করা হলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ আরও বেড়ে যায়। শ্রমিকদের দাবি, নোটিশে বকেয়া পরিশোধের কোনো নির্দিষ্ট তারিখ বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বিক্ষুব্ধ শ্রমিকদের উদ্দেশে বেপজার জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ আল মাহবুব বলেন, ‘আপনাদের কষ্ট আমরা জানি এবং দাবির প্রতি শ্রদ্ধাশীল। ধৈর্য ধরুন, দ্রুত সমাধানের জন্য আমরা চেষ্টা করছি।’

নাসা গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর আব্দুল হাফিজ শ্রমিকদের শান্ত থাকতে আহ্বান জানিয়ে বলেন, ‘৩০ নভেম্বর বেতন-ভাতা দেওয়ার কথা থাকলেও কোম্পানি বর্তমানে বড় চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। তবু শ্রমিকরা যেভাবে ধৈর্য দেখিয়েছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। সমস্যার সমাধানে কাজ চলছে।’

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় ইপিজেড ফটকে বিকাল পর্যন্ত চলা মানববন্ধন ও বিক্ষোভে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বেপজা কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীর উপস্থিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম