Logo
Logo
×

সারাদেশ

বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৮:৪৭ পিএম

বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ

মহান আল্লাহ তালাকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ। ছবি: যুগান্তর

মহান আল্লাহ তালাকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে রোববার (৩০ নভেম্বর) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ইত্তেফাকুল ওলামা এবং তৌহিদি জনতা। 

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- ইত্তেফাকুল ওলামা বৃহত্তর মোমেনশাহী গৌরীপুর শাখার সভাপতি মুফতি নাযিম উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা বেলাল হোসাইন, সহসভাপতি হাফেজ আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নুরুল্লাহ, বড় মসজিদের খতিব মাওলানা মো. মোস্তাকিম, উপজেলা জামে মসিজদের খতিব হাফেজ মাওলানা আতাহার আলী, ছয়গন্ডা জামে মসজিদের খতিব মাওলানা মো. আইন উদ্দীন, সরকারপাড়া মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা কামাল হুসাইন, কাওলাটিয়া হাফিজিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মাসউদুর রহমান ও আব্দুস সালাম খান প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম