Logo
Logo
×

সারাদেশ

নারায়ণগঞ্জে বাউল অনুষ্ঠানের ব্যানার ছেঁড়ায় যুবক আটক

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১০:২৮ পিএম

নারায়ণগঞ্জে বাউল অনুষ্ঠানের ব্যানার ছেঁড়ায় যুবক আটক

নারায়ণগঞ্জ শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে বাউলদের ওপর হামলার বিচার দাবিতে আয়োজিত কর্মসূচির ব্যানার ছিঁড়ে ফেলায় এক যুবককে স্থানীয়রা ধরে পুলিশের কাছে তুলে দিয়েছে।

রোববার (৩০ নভেম্বর) বিকাল ৩টার দিকে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশস্থলে এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম সানি ইসলাম (২২)। তিনি সাইদুল ইসলামের ছেলে এবং নারায়ণগঞ্জ সদরের উত্তর চাষাড়ার বাকীরুদ্দিন মিয়ার বাসার ভাড়াটিয়া। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ।

এ ঘটনার পরপরই শহীদ মিনার এলাকা ঘিরে পুলিশ সদস্যরা অবস্থান নেন এবং ভাসমান হকারদের সরিয়ে দেওয়া হয়। বিকাল সোয়া ৪টার দিকে সেখানে শুরু হয় বাউলশিল্পী ও ওলি-আউলিয়ার ভক্ত-আশেকানদের আয়োজিত সমাবেশ, যেখানে মাজারে হামলা এবং বাউলদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়।

আয়োজনে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ, সাধারণ সম্পাদক দিনা তাজরিন, সুজনের জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল, বাউল শিল্পী ইউনূস ভাণ্ডারি, চান মিয়া, ফকির শাহ জালালসহ আরও অনেকে।

নারায়ণগঞ্জ সদর থানার ওসি নাছির আহমদ জানান, যেকোনো উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে তারা প্রস্তুত আছেন এবং সমাবেশস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব ১১-এর সদস্যরাও অবস্থান নিয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম