Logo
Logo
×

সারাদেশ

পাবনায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে লুট হওয়া ৯ মোটরসাইকেল মিলল বাঁশঝাড়ে

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম

পাবনায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে লুট হওয়া ৯ মোটরসাইকেল মিলল বাঁশঝাড়ে

পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতের সংঘর্ষের ঘটনায় লুট হওয়া ৯টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ নভেম্বর) বিকালে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি এলাকার একটি বাঁশঝাড় থেকে এসব মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানে অংশ নেয় পাবনা জেলা গোয়েন্দা পুলিশ, ঈশ্বরদী থানা, পাকশী ও রূপপুর ফাঁড়ির পুলিশ সদস্যরা।

রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার গণমাধ্যমকর্মীদের মোটরসাইকেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয় এবং এগুলো ঈশ্বরদী থানা হেফাজতে রয়েছে।

তিনি জানান, বৃহস্পতিবার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়িতে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবর্ষণ, অগ্নিসংযোগ ও মারপিটের ঘটনায় দুদলের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এ সময় অর্ধশত মোটরসাইকেল ভাংচুরসহ বেশ কিছু মোটরসাইকেল লুট হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম