পদ্মার ১৫ কেজি ওজনের বাগাড় মাছের দাম ২০,২৫০ টাকা!
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:০৮ পিএম
পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৫কেজি ওজনের একটি বিপন্ন বাগাড় মাছ। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৫কেজি ওজনের একটি বিপন্ন বাগাড় মাছ। যার দাম ২০ হাজার ২শত ৫০ টাকা!
সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় দৌলতদিয়া ৫ নম্বর ফেরী ঘাটের অদূরে মাছটি জেলের জালে ধরা পড়ে। পরে স্থানীয় হালিম মোল্লার আড়ত থেকে মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরীঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা যুগান্তরকে বলেন, নিলামের মাধ্যমে সকালে ১ হাজার ৩ শত ৫০ টাকা কেজি দরে মোট ২০ হাজার ২শত ৫০ টাকা দরে বাগাড় মাছটি কিনে নিয়েছি। পরে মোবাইল ফোনের মাধ্যমে খুলনার এক ব্যবসায়ীর কাছে কেজিতে ৫০ টাকা লাভ রেখে মাছটি বিক্রি করে দিয়েছি। মাছটি প্যাকেট করে এখন সেটা বাসযোগে পাঠিয়ে দেবো। মাছটি প্যাকেট করা হচ্ছে।
চান্দু মোল্লা আরও বলেন, এমন বড় বাগাড় মাছ এখন আর নদীতে খুব একটা পাওয়া যায় না। আমার দোকানে মাছটি আনতেই অনেক মানুষ মাছটি দেখতে ভিড় জমিয়েছেন। মাছটি বিক্রি করে আমি বেশ ভালো দামই পেয়েছি।

-692d6089a199b.jpg)