সর্বনিম্ন তাপমাত্রা লালমনিরহাটে, আরও কমতে পারে
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
লালমনিরহাটে সর্বনিম্ন ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে এ তাপমাত্রা রেকর্ড করা হয়।
কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুবেল চন্দ্র সরকার বলেন, সকালে লালমনিরহাটের তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কয়েকদিন এ তাপমাত্রা আরও কমতে পারে। কুয়াশার ঘনত্ব অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
স্থানীয়রা জানায়, ভোর থেকে লালমনিরহাট সদরসহ পাঁচ উপজেলায় কুয়াশার ঘনত্ব ছিল চোখে পড়ার মতো। ভোর ৬টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টির মতো টপ টপ করে কুয়াশা পড়তে দেখা যায়। লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে।
