Logo
Logo
×

সারাদেশ

কালিয়াকৈরে আগুনে পুড়ল ৭৫ ঘর

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৭ পিএম

কালিয়াকৈরে আগুনে পুড়ল ৭৫ ঘর

গাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি টিনশেড কলোনির ৭৫টি ঘর পুড়ে গেছে। সোমবার সকালে উপজেলা পল্লীবিদ্যুৎ দীঘিরপাড় এলাকায় ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকার মহিউদ্দিনের টিনশেড কলোনির শাহনাজ বেগমের কক্ষ থেকে ইলেকট্রিক শর্টসার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পাশের বায়োজিদ মাস্টারের দুই কলোনিতে ছড়িয়ে পড়ে।

এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কক্ষে বসবাস করা লোকজন বেশিরভাগই বিভিন্ন কারখানায় চাকরি করেন। সকালে কারখানায় ডিউটিতে যাওয়ার পরই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলে জানা গেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম