Logo
Logo
×

সারাদেশ

‘জয়বাংলা’ স্লোগান দিয়ে যুবদল নেতাকে মারধরের অভিযোগ

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৬ পিএম

‘জয়বাংলা’ স্লোগান দিয়ে যুবদল নেতাকে মারধরের অভিযোগ

ছবি: যুগান্তর

ফরিদপুরের নগরকান্দায় ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে যুবদল নেতা কাইয়ুম মাতুব্বরকে (৩২) পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। 

সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। কাইয়ুম মাতুব্বর উপজেলার কাইচাইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাইয়ুম মাতুব্বর কাইচাইল নতুনবাজারের রুহুল আমিনের চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় কাইচাইল গ্রামের আজগার মিয়ার লোকজন সেখানে এসে হঠাৎ উচ্চস্বরে ‘জয়বাংলা’ স্লোগান দিতে থাকেন। কাইয়ুম মাতুব্বর তাদের নিষেধ করলে বেধড়ক মারধর করা হয় কাইয়ুম মাতুব্বরকে।

আহত কাইয়ুম মাতুব্বর বলেন, আমি চায়ের দোকানে বসেছিলাম। হঠাৎ আজগর ও তার সহযোগীরা এসে জয়বাংলা স্লোগান দেয়। আমি নিষেধ করলে তারা আমাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

নগরকান্দা থানার পরিদর্শক (ওসি) রেজাউল করিম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম