যশোর-৫ আসনে এনসিপির প্রার্থী জুলাইযোদ্ধা আহাদ
মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
যশোর-৫ মনিরামপুর আসন থেকে এনসিপির (জাতীয় নাগরিক কমিটি) মনোনয়ন সংগ্রহ করলেন জুলাইযোদ্ধা আহাদ আলী। তিনি মনিরামপুর উপজেলার বলিয়ানপুর গ্রামের সাহেব আলীর ছেলে।
গত ১৯ নভেম্বর এনসিপির কেন্দ্রীয় কার্যালয় বাংলামটর রূপায়ন টাওয়ার থেকে মনোনয়ন সংগ্রহ করেন তিনি।
জানা যায়, যশোর এমএম বিশ্ববিদ্যালয় কলেজ হতে মাস্টার্স পাশ করে ঢাকার একটি কোচিং সেন্টারে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। জুলাই আন্দোলন চলাকালে ৫ আগস্ট মালিবাগ এলাকায় ছাত্র-জনতার মিছিলে অংশ নেন। এ সময় সম্মুখভাগ দিয়ে পুলিশ অতর্কিত হামলা করে। তিনি একটি ফ্লাইওভারের পিলারের পেছনে গিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করেন। তিনি পিলারের পেছন থেকে বেরিয়ে সামনে কী ঘটছে দেখতেই আকস্মিক অজস্র গুলি তার দিকে ধেয়ে আসে। এ সময় তিনি বাম চোখে বুলেটবিদ্ধ হন। এ নিয়ে যুগান্তরে কয়েকটি প্রতিবেদন ছাপা হয়েছে।
আহাদ আলী জানান, এদিন বামচোখ বুলেটবিদ্ধ হলে তিনি জ্ঞান হারিয়ে নিজেকে হাসপাতালে আবিষ্কার করেন। চোখে এ পর্যন্ত ৫ দফা অস্ত্রোপচার হয়েছে। আরও দুই দফা করা লাগবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এদিকে একজন জুলাইযোদ্ধা হিসেবে এনসিপি তাকে মনোনীত করায় তিনি দলের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি উপজেলাবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
