Logo
Logo
×

সারাদেশ

বরিশালে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ পিএম

বরিশালে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন

বরিশালে সহকারী শিক্ষক পদ ক্যাডারভুক্ত করাসহ চার দফা দাবিতে শাটডাউন কর্মসূচি পালন করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন তারা।

এ সময় ২৪ নভেম্বর থেকে শুরু হওয়া চলমান বার্ষিক পরীক্ষাও বন্ধ ছিল। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়েছে।

গত রোববার সংশ্লিষ্ট বিষয়ে সমিতির ব্যানারে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- দীর্ঘদিনের পেশাগত মর্যাদা ও বেতন-ভাতা সংক্রান্ত চার দফা দাবির বিষয়ে রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে শিক্ষকরা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন; কিন্তু দাবিগুলো না মানায় সোমবার থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন শিক্ষকরা।

মাধ্যমিক শিক্ষকদের চারটি দাবি হলো- ১. সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’-এর গেজেট প্রকাশ।

২. বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা।

৩. সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দেওয়া এবং ২০১৫ সালের আগের মতো সহকারী শিক্ষকদের ২ থেকে ৩টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল করে গেজেট প্রকাশ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম