Logo
Logo
×

সারাদেশ

আবাসিক গ্যাস সংযোগসহ ৫ দফা দাবিতে বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও

Icon

ভোলা ও বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৬ পিএম

আবাসিক গ্যাস সংযোগসহ ৫ দফা দাবিতে বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও

আবাসিক গ্যাস সংযোগ, ভোলা-বরিশাল সেতু ও মেডিকেল কলেজসহ ৫ দফা দাবিতে বোরহানউদ্দিন উপজেলার ২২৫ মেগাওয়াট উৎপাদনক্ষম বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও করে আন্দোলন করছেন স্থানীয়রা।

সোমবার সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে লংমার্চ করে আন্দোলনকারীরা বোরহানউদ্দিন সরকারি কলেজ মাঠে জমায়েত হন। পরে সেখান থেকে দুপুরে ওই উপজেলার গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্লান্ট ঘেরাও করতে একজোটে রওনা হয়।

প্লান্টের মুখে পুলিশ আন্দোলনকারীদের প্রবেশে বাধা দিলে সেখানে বিক্ষোভ করতে থাকেন কয়েক হাজার ছাত্র-জনতা। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের দাবি মানা না হলে ভোলার গ্যাস দিয়ে জাতীয় কোনো চাহিদা পূরণ করা হবে না জানান তারা।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ওই স্থানে অবস্থান নেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রনজিত কুমার দাস, ওসি ছিদ্দিকুর রহমানসহ নৌবাহিনীর বিশেষ টিম।

বিকাল ৩টায় ঘোষণা করা হয় এক ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত না হলে ওই প্লান্টের সামনেই বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে।

আন্দোলনকারীরা জানান, ভোলা জেলা শহর ও বোরহানউদ্দিন পৌর এলাকায় আবাসিক গ্যাস সংযোগ দেওয়ার জন্য ৫ বছর আগে গ্যাস লাইন টানা হয়। অথচ গ্যাস সংযোগ দেওয়া হয়নি। অপরদিকে ৫ বছর আগেই ভোলা-বরিশাল সেতু নির্মাণের জন্য সিদ্ধান্ত হয়। বর্তমান সরকার ডিসেম্বর মাসে সেতুর কাজ শুরু হবে বলে সিদ্ধান্ত দেন। ওই কাজও শুরু করা হচ্ছে না। আবাসিক গ্যাস সংযোগ আর দেওয়া হবে না বলেও জানান উপদেষ্টারা।

এর আগে আমরা ভোলাবাসী ব্যানারে এ আন্দোলনের নেতৃত্ব দেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, নাগরিক আন্দোলনের দক্ষিণাঞ্চলের সভাপতি মোবাশ্বের উল্লাহ চৌধুরী, আন্দোলনের সদস্য সচিব মোশারফ হোসেন।

ভোলার বোরহানউদ্দিনে স্থাপিত ২টি বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিদিন সাড়ে ৪শ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। গ্যাস দিয়ে ওই প্লান্ট চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম