Logo
Logo
×

সারাদেশ

ছারছিনায় আলজেরিয়ার রাষ্ট্রদূত

ভৌগলিক ভিন্নতা থাকলেও আমরা এক জাতি ও একই আদর্শে বিশ্বাসী

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ পিএম

ভৌগলিক ভিন্নতা থাকলেও আমরা এক জাতি ও একই আদর্শে বিশ্বাসী

আখেরি মোনাজাত করেন ছারছিনার পির মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন। ছবি: যুগান্তর

পিরোজপুর তথা দক্ষিণাঞ্চলের অন্যতম ধর্মীয় তীর্থস্থান ছারছিনা দরবার শরিফের তিন দিনব্যাপী ১৩৫তম ইছালে ছাওয়াব মাহফিল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। মোনাজাতের আগে ছারছিনার পির মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন সমবেত লাখ লাখ ভক্ত মুরিদান ও ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশে বক্তব্য দেন।

এ সময় আখেরি মোনাজাতে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেল ওহাব আস সাইদানি। এ সময় তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে আলজেরিয়াবাসীর সম্পর্ক ইসলামের। ভৌগলিক ভিন্নতা থাকলেও আমরা এক জাতি এবং একই আদর্শে বিশ্বাসী। তিনি ছারছিনার ছাত্রদেরকে আলজেরীয় বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা গ্রহণে সুযোগ করে দেওয়ারও আশ্বাস দেন। তিনি সুবিধা মতো সময়ে ছারছিনার পিরকে আলজেরিয়া সফরের আমন্ত্রণ জানান।

বাদ জোহর দেশ, জাতি ও বিশ্ব মুসলিমের শান্তি ও কল্যাণ কামনায় ছারছিনার পির আখেরি মোনাজাত পরিচালনা করেন। 

মাহফিলে অন্যদের মধ্যে আলোচনা করেন— বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমির মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, বাংলাদেশ দ্বীনিয়া মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ মুহা. শরাফত আলী, ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. মুফতি মাওলানা কাফিল উদ্দীন সরকার ছালেহী, ছারছিনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারীয়া দ্বীনিয়ার মুদীর মাওলানা মো. মাহমুদুল মুনীর হামীম, দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার মুফতি মাওলানা ওসমান গণি ছালেহী, মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমুখ।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন- ঢাকাস্থ আলজেরিয়া দূতাবাসের আ্যাটাসে সুফিয়ান টুম ও প্রযুক্তিগত প্রতিনিধি সাঈদ আচাচে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাফেজ মো. রুহুল আমিন, নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম প্রমুখ। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম