Logo
Logo
×

সারাদেশ

বিভিন্ন দাবিতে এনসিপি নেতার আমরণ অনশন

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ পিএম

বিভিন্ন দাবিতে এনসিপি নেতার আমরণ অনশন

বগুড়ার শিবগঞ্জে কৃষক বাঁচাও, সিন্ডিকেট হটাওসহ বিভিন্ন দাবিতে আমরণ অনশন শুরু করেছেন জেলা এনসিপির সদস্য ও উপজেলা শাখার প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম। সোমবার বিকাল ৩টা থেকে স্থানীয় মুগ্ধ স্কয়ারে এ কর্মসূচি শুরু করেন তিনি।

জাহাঙ্গীর আলম জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তার কর্মসূচি চলবে।

বগুড়া জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক রাফিয়া সুলতানা জানান, সারের ডিলার সিন্ডিকেট, সার পাচার, কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি, অন্যায্য সরকারি সার বরাদ্দ, অন্য উপজেলা থেকে ফ্যাসিস্ট আমলের অবৈধ ডিলার শিবগঞ্জে নিয়োগ নীতিমালা ও কোল্ডস্টোরে আলু পচনের প্রতিবাদে এবং কৃষক মুক্তির দাবিতে এনসিপি নেতা জাহাঙ্গীর আলম অনশন কর্মসূচি শুরু করেছেন। তার এ কর্মসূচির সঙ্গে সংগঠনের সহযোগিতা থাকবে।

বগুড়া জেলা এনসিপির সদস্য ও শিবগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম জানান, এ উপজেলার অবহেলিত কৃষকের পক্ষে তিনি উল্লিখিত দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন। সোমবার বিকাল ৩টার দিকে তিনি শিবগঞ্জ থানার সামানে মুগ্ধ স্কয়ারে এ কর্মসূচি পালন করছেন। দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তার এ কর্মসূচি অব্যাহত থাকবে। তার এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন, শিবগঞ্জ উপজেলা এনসিপির সদস্য আলী আজম সাব্বির ও মিলন শেখ এবং ছাত্রশক্তির সংগঠক সিহাবউদ্দৌলা ও সাব্বির হোসেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম