দাফনে বাধা ছেলের, দীর্ঘ সময় পড়ে ছিল বাবার মরদেহ
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১০:১১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সম্পত্তির ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ছেলের বাধায় দীর্ঘ সময় ধরে এক বাবার মরদেহ পড়ে থাকার অভিযোগ পাওয়া গেছে। মৃত ব্যক্তি তার সম্পত্তি মেয়েদের নামে লিখে দেওয়ায় ক্ষুব্ধ ছেলে এ কাণ্ড ঘটিয়েছেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মৃত ব্যক্তির নাম তসলিম উদ্দিন (৬৫)। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার পশ্চিম সরলিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ছেলে দেখভাল না করায় তসলিম উদ্দিন তার এক মেয়ের বাড়িতে থাকতেন। রোববার (৩০ নভেম্বর) মাগরিবের নামাজের পর সেখানেই তার মৃত্যু হয়। এরপর তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হলে ছেলে মরদেহের দখল নিয়ে তা আটকে দেন।
জানা গেছে, সম্পত্তির ভাগাভাগি নিয়ে তসলিম উদ্দিনের সঙ্গে তার ছেলের দীর্ঘদিনের বিরোধ ছিল। সম্প্রতি তসলিম উদ্দিন তার সম্পত্তি মেয়েদের নামে লিখে দেন। মূলত এ কারণেই ছেলে ক্ষিপ্ত হয়ে এমন অমানবিক কাজ করেন।
লিখিত অভিযোগ ও স্থানীয়দের হস্তক্ষেপ মরদেহ আটকে রেখে ছেলে তার বোনদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেন। অভিযোগে তিনি সম্পত্তির বিষয়ে কিছু দাবি তুলে ধরেন এবং দাফনে বাধা দেন।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সেখানে ছুটে যান। দীর্ঘ আলোচনা ও সালিশের পর স্থানীয়রা ছেলেকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সোমবার দুপুরে স্থানীয়দের মধ্যস্থতায় তসলিম উদ্দিনের মরদেহ দাফন করা সম্ভব হয়।
বালিয়াডাঙ্গী থানার ওসি দুরুল হুদা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
