বিএনপির মামলায় জামায়াত প্রার্থী তালেব মণ্ডলের জামিন
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া বিএনপির দায়ের করা মামলায় জামিন পেয়েছেন জেলা জামায়াতের আমির ও এমপি প্রার্থী আবু তালেব মণ্ডলসহ ৩২ নেতাকর্মী।
সোমবার (১ ডিসেম্বর) পাবনা আমলি আদালত-২-এ হাজির হয়ে জামিন আবেদন জানালে সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম তাদের জামিন মঞ্জুর করেন।
পাবনা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট সুলতান মাহমুদ খান এহিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিএনপি-জামায়াত সংঘর্ষের ঘটনায় শনিবার (২৯ নভেম্বর) দুপুরে বিএনপি ও জামায়াতের পক্ষে পাল্টাপাল্টি দুটি মামলা দায়ের করা হয়।
বিএনপির দায়ের করা মামলায় জামায়াতের জেলা আমির আবু তালেব মণ্ডলসহ ৩২ জনকে আসামি করা হয়। সোমবার আবু তালেব মণ্ডলসহ সব আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন জানালে বিচারক জামিন মঞ্জুর করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে ঈশ্বরদী উপজেলার চর গড়গড়ী গ্রামে জামায়াত-বিএনপির মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক নেতাকর্মী সমর্থক আহত হন। ভাঙচুর ও আগুন দেওয়া হয় অর্ধশতাধিক মোটরসাইকেলে। সংঘর্ষের ঘটনার পর শনিবার (২৯ নভেম্বর) সাহাপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মক্কেল মৃধার ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বাঁধন হাসান আলিম বাদী হয়ে জামায়াত জেলা আমির তালেব মণ্ডলকে প্রধান আসামিসহ ৩২ জামায়াত নেতার নাম উল্লেখ করে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়া ১৫০ থেকে ২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়।
অপরদিকে ঈশ্বরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম বাদী হয়ে একই থানায় ৩৮ জন বিএনপির নেতাকর্মীর নাম উল্লেখ করে অপর একটি মামলা দায়ের করেন। এছাড়া ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
