খালেদা জিয়ার সুস্থতা কামনায় জামায়াতের দোয়া মাহফিল
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী উপজেলা শাখার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের সোনাবন্ধু মাকের্টের আল ফালাহ মিলনায়তনে এ দোয়ার আয়োজন করা হয়।
এ সময় কুমারখালী উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আফজাল হোসেন।
মো. আফজাল হোসেন বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্রের অন্যতম প্রতীক। আমরা তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।
দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল আহসান শমশের, বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল হাকিম, কর্মপরিষদ সদস্য আব্দুল মালেক, পৌর জামায়াতের সেক্রেটারি কামাল হোসেন, পৌর যুব জামায়াতের সভাপতি মাসুদ রানা প্রমুখ।
আলোচকরা চারদলীয় জোটের বিভিন্ন বিষয় উল্লেখপূর্বক বেগম খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরেন। দেশ ও জাতির কল্যাণ এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল হাকিম।
