মেয়ে থেকে ছেলেতে রূপান্তর, যা জানালেন সিভিল সার্জন
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
জুবাইদা আক্তার আঁখি (১২); বর্তমানে তার নতুন নাম রাখা হয়েছে ‘তানভীর ইসলাম’। জন্মগত ক্রোমোজমগত সমস্যা বা হরমোনের অসামঞ্জস্যতার কারণে লিঙ্গের পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
সম্প্রতি পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নে এ ঘটনা ঘটেছে বলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা নিশ্চিত করেছেন। এ ঘটনা এলাকায় কৌতূহল ও বিস্ময়ের সৃষ্টি করেছে।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে আঁখির শরীরে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিতে শুরু করে। নাক-মুখ দিয়ে রক্ত পড়া, দুর্বলতা ও অসুস্থতার কারণে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হয়। কিছুদিন সুস্থ থাকলেও হঠাৎ এক সকালে আঁখি তার শরীরে বড় ধরনের পরিবর্তন অনুভব করে। বিষয়টি দেখে পরিবার দ্রুত ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়।
পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, আঁখি আসলে ‘ছেলে’ হিসেবে বিকশিত হচ্ছে, যা জন্মগত হরমোন জটিলতা বা যৌনাঙ্গ-সংক্রান্ত বিরল সমস্যার ফল হতে পারে।
এ বিষয়ে তানভীরের বাবা আবুল কালাম চৌকিদার বলেন, এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। প্রথমে খুব ভয় পেয়েছিলাম, কেননা বাচ্চা অসুস্থ ছিল। ঢাকায়-বরিশালে অনেক ডাক্তার দেখিয়েছি। এখন দেখছি আল্লাহ আমাদের এমন কিছু দিলেন, যা ভাবতেই পারিনি। তবে চিকিৎসার খরচ মেটাতে গিয়ে এখন আমরা অনেক আর্থিক সংকটে আছি।
তানভীরের দাদা মজিদ চৌকিদার বলেন, আমাদের পরিবারে আগে শুধু দুই মেয়ে নাতি ছিল। কালামের ইচ্ছা ছিল একটি ছেলের। আল্লাহ সেই ইচ্ছা এমনভাবে পূরণ করেছেন, যা মানুষ শুধু গল্পে শোনে। আমরা খুশি হয়েছে, আবার অবাকও হয়েছি।
প্রতিবেশী মোশারফ হোসেন বলেন, বইতে পড়েছি, গল্পে শুনেছি এমন পরিবর্তন হতে পারে; কিন্তু বাস্তবে দেখব ভাবিনি। ছোটবেলা থেকে আঁখিকে মেয়ে হিসেবেই দেখেছি। হঠাৎ শুনলাম ছেলে হয়ে গেছে! পরে বাড়িতে গিয়ে বুঝলাম ঘটনা সত্যিই ভিন্ন ধরনের। আল্লাহর সৃষ্টি অনেক রহস্যময়।
ছেলেতে রূপান্তরিত হওয়া তানভীর ইসলাম বলেন, মাদ্রাসায় আমার অনেক বান্ধবী ছিল। শারীরিক পরিবর্তনের পর বুঝলাম আগের মতো ওদের সঙ্গে চলাফেরা করা ঠিক হবে না। এটা ভেবে মনটা খারাপ হয়; কিন্তু শরীর এখন আগের চেয়ে ভালো লাগে। মনে হয় নতুন করে শুরু করছি।
তানভীর ইসলাম জানান, ভবিষ্যতে একজন ভালো ইসলামি সংগীতশিল্পী হতে চান। ছোটবেলা থেকেই গাইতে ভালো লাগে। সবার কাছে দোয়া চেয়েছেন যাতে ভালো মানুষ হতে পারেন।
পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া বলেন, বৈজ্ঞানিকভাবে কেউ হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়ে যায়—এমনটা সম্ভব নয়। তবে জন্মগত ক্রোমোজোমগত সমস্যা, হরমোনের অসামঞ্জস্যতা বা যৌনাঙ্গে অস্পষ্টতা থাকা শিশুদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তন দেখা দিতে পারে। রোগীকে পরীক্ষা না করে সুনির্দিষ্ট মন্তব্য করা কঠিন।
