উঠান থেকে ২ বছরের শিশুকে নিয়ে গেল শিয়াল, জঙ্গলে মিলল ক্ষতবিক্ষত লাশ
কিশোরগঞ্জ ব্যুরো
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কিশোরগঞ্জে বাড়ির উঠান থেকে দুই বছরের শিশুকে টেনে নিয়ে গেল পাগলা শিয়াল। অনেক খোঁজাখুঁজির পর জঙ্গলে মিলল ক্ষতবিক্ষত প্রাণহীন দেহ।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পুঁথিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু হুমাইরা আক্তার পুঁথিপাড়া গ্রামের অটোরিকশাচালক হুমায়ুন কবিরের মেয়ে।
অটোরিকশাচালক হুমায়ুন কবির বলেন, সন্ধ্যায় হুমাইরা তার চাচা গোলাম মোস্তফার ঘর থেকে খেলাধুলা করে নিজের ঘরে ফিরছিল। এ সময় পরিবারের কেউ বুঝে ওঠার আগেই বাড়ির উঠান থেকে শিশুটিকে টেনে নিয়ে যায় পাগলা শিয়াল। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির অদূরে জঙ্গলের ঝোপে শিশুটির ক্ষতবিক্ষত প্রাণহীন দেহ পাওয়া যায়।
এ সময় কান্নাজড়িত কণ্ঠে হুমায়ূন জানান, তিন ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট ছিল হুমাইরা।
হুমাইরার ভাবি মর্তুজা বেগম জানান, সন্ধ্যার নামাজের পর ঘরের সামনে দিয়ে দুটি শিয়াল যেতে দেখেছিলেন তিনি। পরে হুমাইরার মৃত্যুর খবর পেয়ে তিনি ধারণা করেন ওই শিয়াল দুটিই শিশুটিকে টেনে নিয়ে গেছে। হুমাইরার পুরো শরীরজুড়েই শিয়ালের কামড়ের দাগ ছিল।
পুঁথিপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ রাসেল জানান, বছরখানেক আগেও একই এলাকায় শিয়ালের আক্রমণে আরও একটি শিশুর মৃত্যু হয়। আগে এলাকায় বনজঙ্গল ও আখখেত বেশি থাকায় শিয়ালের খাদ্যের অভাব ছিল না। এখন জঙ্গল কমে যাওয়ায় লোকালয়ে শিয়ালের উপদ্রব বেড়ে গেছে। এ নিয়ে বর্তমানে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শিশুটির জন্য গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, এর আগে ১৯ মার্চ পার্শ্ববর্তী তেরহাসিয়া গ্রামের মো. লিংকনের দুই বছরের ছেলে মো. আরাফকেও বাড়ির উঠান থেকে টেনে নিয়ে গিয়েছিল শিয়াল। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশেই ওই শিশুর নিথর মরদেহ মিলেছিল।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। এ নিয়ে কী ব্যবস্থা নেওয়া যায়, তা এলাকাবাসীর সঙ্গে বসে আলোচনা করা হবে। এ বিষয়ে গণসচেতনতা বাড়ানোর ব্যবস্থা নেওয়া হবে।
