Logo
Logo
×

সারাদেশ

গুলি করে ভাইরাল হওয়া সেই তুষার মণ্ডল গ্রেফতার, পিস্তল উদ্ধার

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ পিএম

গুলি করে ভাইরাল হওয়া সেই তুষার মণ্ডল গ্রেফতার, পিস্তল উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতের সংঘর্ষের সময় পিস্তল দিয়ে গুলি করে ভাইরাল হওয়া সেই যুবক তুষার মণ্ডলকে (২১) গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১ ডিসেম্বর) রাতে সিরাজগঞ্জ সদর থানার ধানবান্ধি (জেসি রোড) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার তুষার মণ্ডল ঈশ্বরদী পৌর শহরের ভেলুপাড়া এলাকার তাহের মণ্ডলের ছেলে এবং পাবনা জেলা জামায়াতের আমির ও এমপি প্রার্থী আবু তালেব মণ্ডলের সক্রিয় কর্মী ও তার ভাতিজা মামুন মণ্ডলের অন্যতম সহচর।

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়িতে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জামায়াত কর্মী তুষার মণ্ডলের পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণের ভিডিও বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হয়। পরবর্তীতে তুষারের পরিচয় নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে চলে পাল্টাপাল্টি ব্যাপক বাগবিতণ্ডা।

প্রথমে জামায়াত তুষার মণ্ডলকে বিএনপির সন্ত্রাসী বলে দাবি করে এবং বিএনপি দাবি করে তুষার জামায়াতের কর্মী। এমনকি জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব পাবনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে জোর দিয়ে বলেন, তুষার জামায়াতের জেলা আমির ও এমপি প্রার্থী আবু তালেব মণ্ডলের গাড়ি থেকে নেমে বিএনপি কর্মী সমর্থকদের ওপর গুলি চালিয়ে আবার ওই গাড়িতে করেই স্থান ত্যাগ করে।

এ অবস্থায় যুগান্তরের অনুসন্ধানে তুষারের আসল পরিচয় বেরিয়ে আসে। অনুসন্ধানে জানা যায়, তুষার জামায়াত আমির তালেব মণ্ডলের কর্মী ও আবু তালেব মণ্ডলের ভাতিজা মামুন মণ্ডলের সহযোগী। এরই মধ্যে আবু তালেব মণ্ডলের এবং মামুন মণ্ডলের সঙ্গে নির্বাচনি প্রচারণায় তুষারের অংশ নেওয়া একাধিক ভিডিও এবং ছবি ফের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তুষার মণ্ডল ‘ভাইরাল তুষার’ হিসেবে পরিচিতি পায়। এসব ছবিসহ রিপোর্ট ছাপা হয় যুগান্তরে।

এদিকে সংঘর্ষের ঘটনার একদিন পর জামায়াত ও বিএনপি পৃথকভাবে ঈশ্বরদী থানায় দুটি মামলা দায়ের করেন। বিএনপির দায়েরকৃত মামলায় তুষার মণ্ডলকে ৬ নম্বর আসামি করা হয়।

এদিকে পুলিশের একটি সূত্র জানায়, পুলিশ শতভাগ নিরপেক্ষভাবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মাঠে নামে। এর অংশ হিসেবে তুষারকে ধরতে চ্যালেঞ্জ নিয়ে মাঠ চষে বেড়ায়। পরে প্রযুক্তি ব্যবহার করে যৌথ অভিযানে ঈশ্বরদী থানা পুলিশ ও পাবনা জেলা গোয়েন্দা শনিবার রাতে সিরাজগঞ্জ সদর থানার ধানবান্ধি এলাকা থেকে তুষার মণ্ডলকে গ্রেফতার করে।

পরে তার দেওয়া তথ্যমতে, ঈশ্বরদী থানাধীন ভেলুপাড়ার তুষারের নিজ বসতবাড়িতে লুকিয়ে রাখা একটি পিস্তল ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ। তুষার মণ্ডলের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় পৃথকভাবে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, অন্যান্য অপরাধী যেই হোক সে ছাড় পাবে না। পুলিশ শতভাগ পেশাদারিত্ব নিয়ে কাজ করবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম