Logo
Logo
×

সারাদেশ

বরগুনায় বিএনপির সব কমিটি বিলুপ্ত

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ পিএম

বরগুনায় বিএনপির সব কমিটি বিলুপ্ত

বিএনপির লোগো। ছবি: যুগান্তর

বরগুনা জেলাধীন সব উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- মেয়াদোত্তীর্ণ হওয়ায় বরগুনা জেলাধীন সব উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এসব কমিটি পরে ঘোষণা করা হবে।

বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে কমিটি বিলুপ্তির খবরে বরগুনা জেলায় কর্মী-সমর্থকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে সংগঠনকে আরও সুসংগঠিত করার উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ হঠাৎ করে বিলুপ্তির সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন।

দলীয় সূত্র জানায়, জেলা থেকে ইউনিয়ন পর্যন্ত বিভিন্ন পর্যায়ের কমিটির দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ থাকায় সাংগঠনিক তৎপরতা ব্যাহত হচ্ছিল। নতুন করে কমিটি গঠনের মাধ্যমে মাঠপর্যায়ে দলকে আরও সক্রিয় ও গতিশীল করার লক্ষ্য রয়েছে বিএনপির।

এদিকে বিলুপ্ত কমিটির নেতাদের সঙ্গে আলোচনা করে দ্রুত যোগ্য ও সক্রিয় নেতাদের সমন্বয়ে নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

বরগুনা জেলা বিএনপির নবগঠিত সদস্য সচিব এসএম হুমায়ুন হাসান শাহীন বলেন, মেয়াদোত্তীর্ণ হওয়ায় সেন্ট্রাল থেকেই কমিটি বিলুপ্ত করা হয়েছে।

নতুন কমিটি দেওয়ার বিষয় তিনি বলেন, একটা সুবিধামতো সময়ে কর্মিসভা করে সাংগঠনিক সিস্টেম অনুযায়ী নতুন কমিটি দেওয়া হবে। তাছাড়া এ মুহূর্তে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। তাই মূল ফোকাস এখন সেই দিকে। তার সুস্থতা এখন জরুরি। পরে সাংগঠনিক যে সিস্টেম আছে সেই সিস্টেম  অনুযায়ী  আমরা এগোব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম