Logo
Logo
×

সারাদেশ

পরীক্ষা গ্রহণের দাবিতে প্রাথমিকের শিশু শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:১০ পিএম

পরীক্ষা গ্রহণের দাবিতে প্রাথমিকের শিশু শিক্ষার্থীদের বিক্ষোভ

কিশোরগঞ্জের কটিয়াদীতে বার্ষিক পরীক্ষা গ্রহণের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার দুপুরে কটিয়াদী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কটিয়াদী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে।

বিক্ষোভের মিছিলের পর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লাবনী আক্তার তারানা, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম তালুকদার ও কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খান বাসস্ট্যান্ডে অবস্থিত কটিয়াদী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটে যান।

ভারপ্রাপ্ত ইউএনও এবং শিক্ষা অফিসার বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার পারভীনের সঙ্গে আলোচনা শেষে পরীক্ষা গ্রহণের বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তারা মিছিল বন্ধ করে পরীক্ষা প্রদানের জন্য শ্রেণিকক্ষে গিয়ে বসে। প্রধান শিক্ষক বিকালের পরীক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীদের উত্তরপত্র ও প্রশ্নপত্র প্রদান করলেও সহকারী শিক্ষক ও শিক্ষিকারা কোনো সহযোগিতা করেননি। সহকারী শিক্ষকরা তাদের চলমান দাবি আদায়ের অংশ হিসেবে বিকালের পরীক্ষাও বর্জন করেন।

কটিয়াদী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার পারভীন জানান, বিকালে ৪টি কক্ষে আমি একাই পরীক্ষা গ্রহণ করলেও সহকারী শিক্ষকরা সহযোগিতা করেননি।

কটিয়াদী উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম তালুকদার জানান, কয়েকটি প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকরা পরীক্ষা গ্রহণ করলেও সহকারী শিক্ষকরা আমাদের নির্দেশনা মানেনি। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম