নাস্তা কিনে ঘরে ফেরা হলো না জিহাদুলের
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ এএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারে যাত্রীবাহী বাসের ধাক্কায় জিহাদুল ইসলাম (১২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সাঁকোরপাড় স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব মেহেরনামা এলাকার নুরুল কবিরের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় নাস্তা কিনতে বাড়ি থেকে বের হয়ে জিহাদ সাঁকোরপাড় স্টেশনে যায়। রাস্তা পারাপারের সময় পেকুয়ামুখী ‘জনতা পরিবহণ’ নামক যাত্রীবাহী বাসটি তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটি জব্দ করে। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
পেকুয়া থানার ওসি মো. সিরাজুল মোস্তফা বলেন, বাসচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে।

