Logo
Logo
×

সারাদেশ

যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমাকে দোয়া করবেন: হাসনাত

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম

যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমাকে দোয়া করবেন: হাসনাত

এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ছবি: যুগান্তর

এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আপনারা যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, যার যেই দল মন চায় সেই দলই করবেন, কিন্তু আমার জন্য দোয়া করবেন। আমি যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি। চাঁদাবাজি, ধান্দাবাজি, লুটপাট করা আমার লক্ষ্য নয়। আমি মানুষের হৃদয়ে জায়গা নিতে এসেছি। 

বুধবার(৩ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে জনসংযোগকালে তিনি এসব কথা বলেন। 

হাসনাত বলেন, আমি ভোট চাইতে আসি নাই। ভোট চাওয়ার সামর্থ্য নাই। ভোট চাইতে হলে অনেক কিছু লাগে। সেগুলো আমার নাই। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাবা রাজমিস্ত্রি। আমি আপনাদের সেবা করার জন্য এসেছি। 

তিনি আরও বলেন, আমি পরিবর্তনের শ্লোগান নিয়ে এসেছি। চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের মাঝে পরিবর্তনের আকাঙ্ক্ষা জেগেছে। আমি মানুষের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে লক্ষ্যে কাজ করতে এসেছি। একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের সকল সেক্টরে আমূল পরিবর্তনের সুযোগ এসেছে। এখন ভোটের মাধ্যমে সেই সুযোগ কাজে লাগাতে হবে। 

এর আগে মঙ্গলবার উপজেলার ভানী এবং সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন অংশে গনসংযোগ এবং পদযাত্রায় বক্তব্য দিয়ে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছেন তিনি। তার এসব বক্তব্য সংবাদপত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে। 

এ সময় স্থানীয় এনসিপি নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম