Logo
Logo
×

সারাদেশ

এক মোটরসাইকেলে চার বন্ধু, একে একে প্রাণ গেল ৩ জনের

Icon

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ পিএম

এক মোটরসাইকেলে চার বন্ধু, একে একে প্রাণ গেল ৩ জনের

নোয়াখালীর চাটখিলে এক মোটরসাইকেলে যাচ্ছিল চার বন্ধু। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মোটরসাইকেল চালক এক বন্ধু। এতে একে একে প্রাণ গেল তিন বন্ধুর। দুর্ঘটনায় অপর বন্ধু নাদিম সুস্থ রয়েছেন।

চাটখিল পৌরসভার ত্রি-ঘরিয়া এলাকায় চাটখিল দল্টা সড়কে সোমবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই স্থানীয় বদলকোট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী মোটরসাইকেল চালক হাসিবুল ইসলাম তামিম নিহত হয়। এ ঘটনায় মারাত্মক আহত সফিকুল ইসলাম জয় ও রায়হান বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় একটি হাসপাতালে মারা যায়।

সোমবার রাতে নিহত তানিম তার বাবার মোটরসাইকেলে ৪ বন্ধুকে নিয়ে চাটখিল বাজার থেকে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয় দুর্ঘটনায় পতিত হয়। নিহত ৩ জনই বদলকোট উচ্চ বিদ্যালয় থেকে নির্বাচনি পরীক্ষা দিচ্ছিল। তাদের মৃত্যুতে স্কুলে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তিন ছাত্রের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন নোয়াখালী-১ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। এক শোক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম