অভিভাবকদের সহায়তায় পরীক্ষা নিলেন প্রধান শিক্ষকরা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম
পরীক্ষার হলে এক অভিভাবক। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
১০ম গ্রেড প্রদানসহ ৩ দফা দাবিতে দেশব্যাপী কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এর ধারাবাহিকতায় নিয়ামতপুরেও চলছে কর্মসূচি।
বুধবার (৩ ডিসেম্বর) এমন পরিস্থিতিতে স্থানীয় অভিভাবকদের সহযোগিতায় পরীক্ষা নিয়েছেন প্রধান শিক্ষকরা।
নিয়ামতপুরে ১২৮টি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মবিরতি চলছে বলে জানিয়েছেন সহকারী শিক্ষক নেতারা। এদিকে ডিসেম্বরের ১ তারিখ থেকে শুরু হয়েছে বার্ষিক পরীক্ষা।
ইকরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম জানান, সহকারী শিক্ষকরা তাদের কর্মবিরতি পালন করতে পরীক্ষা বর্জন করে অফিস কক্ষে বসেই সময় কাটাচ্ছেন। এমন অবস্থায় পরীক্ষা নিতে স্থানীয় এক অভিভাবককে অনুরোধ করলে তিনি পরীক্ষা নিতে সহযোগিতা করেছেন।
নিয়ামতপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও ভাদরন্ড লক্ষীতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক জানান, সহকারী শিক্ষকদের দাবি আদায়ের এ কর্মবিরতিতে তিনি দপ্তরি ও স্থানীয় অভিভাবকদের সহযোগিতায় বার্ষিক পরীক্ষা নিয়েছেন।
জানা গেছে, উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়েই এমন অবস্থা। পরীক্ষা বর্জন করে সহকারী শিক্ষকরা অফিসে বসে খোশগল্প করেই সময় কাটাচ্ছেন।
নিয়ামতপুর উপজেলা সহকারী শিক্ষক নেতা শাদ ও আসাদুজ্জান আসাদ জানান, কেন্দ্রের নেতাদের সিদ্ধান্ত অনুসরণ করেই তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলমান থাকবে।
