৮ কুকুরছানা হত্যায় কঠোর শাস্তি চান জয়া আহসান
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে পুকুরে ফেলে হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে মানুষ। এ ঘটনার নিন্দা ও দোষীর শাস্তি দাবি করছেন সবাই। সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। অভিনেত্রী জয়া আহসানসহ বিনোদন জগতের অনেকেই এ নিষ্ঠুরতার নিন্দা ও প্রতিবাদসহ শাস্তির দাবি জানান।
নিজের ফেসবুকে জয়া আহসান লিখেছেন- ‘ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে মেরে ফেলল নির্দয়, নিষ্ঠুর, মানসিক ভারসাম্যহীন মানুষ! খুনির কঠোরতম শাস্তি চাই।’
তার পোস্টে অনেকে একাত্মতা প্রকাশ করে প্রাণী নির্যাতন আইনের আরও কঠোর প্রয়োগের দাবি তুলছেন।
প্রায় এক সপ্তাহ আগে সরকারি বাসভবনের আঙিনায় আটটি ছানার জন্ম দেয় একটি কুকুর। রোববার (৩০ নভেম্বর) রাতে ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরের আবাসিক এলাকায় গেজেটেড ভবনে বসবাসরত ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশন কর্মকর্তার স্ত্রী নিশি আক্তার অমানবিকভাবে আটটি কুকুর ছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে মেরে ফেলেন। সোমবার সকাল থেকেই ওই পুকুরের পাশে ছোটাছুটি ও আর্তনাদ করছিল মা কুকুরটি। সকাল সাড়ে ১১টার দিকে পুকুরটিতে একটি বস্তা ভাসতে দেখা যায়। পরে সেটির ভেতরে মৃত অবস্থায় আটটি কুকুরছানা পাওয়া যায়।
ঈশ্বরদীতে পুকুরে পানিতে ডুবিয়ে আটটি কুকুরছানাকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা প্রশাসনের ওই কর্মকর্তাকে সরকারি বাসভবন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে এ নির্দেশনা দেয় উপজেলা প্রশাসন। অভিযুক্ত কর্মকর্তা হাসানুর রহমান উপজেলা কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে কর্মরত।
এ ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে মামলাটি করেন। এ ঘটনায় এক সরকারি কর্মকর্তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আবদুন নূর জানান, প্রাণী কল্যাণ আইন ২০১৯–এর ৭ ধারায় মামলাটি করা হয়েছে। এ ঘটনায় উপজেলা ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমানের স্ত্রী নিশি রহমানকে (৩৮) আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঈশ্বরদী পৌর সদরে রহিমপুর গার্লস স্কুলের পাশে একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
