Logo
Logo
×

সারাদেশ

কোটালীপাড়ায় রাস্তা নির্মাণে বাঁধা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

Icon

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম

কোটালীপাড়ায় রাস্তা নির্মাণে বাঁধা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সংগৃহীত ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জনসাধারণের চলাচলের রাস্তা নির্মাণে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী আব্দুল হক মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

জনসাধারণের চলাচলের এই রাস্তা নির্মাণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে অভিযোগ করেছেন একই এলাকার অপূর্ব দাস নামে এক ব্যক্তি।

জানা গেছে, উপজেলার সিকির বাজারে ২০২৪/২০২৫ অর্থ বছরে অপূর্ব দাসের বাড়ি সামনে হতে ৯৮ ফুট আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ করার জন্য পৌরসভা থেকে অনুমোদন হয়। এই রাস্তায় ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করতে গেলে আব্দুল হক মিয়া লোকজন নিয়ে বাঁধা প্রদান করে নির্মাণ কাজ বন্ধ করে দেয়।

অপূর্ব দাস বলেন, আমাদের নিজেদের জায়গার রাস্তা দিয়ে প্রায় ২৫ বছর ধরে আমরা ১০টি পরিবার চলাচল করে আসছি। এই রাস্তা উন্নয়নের জন্য পৌরসভা থেকে আরসিসি ঢালাইয়ের কাজ পাশ হয়। কিন্তু সম্প্রতি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করতে আসলে আব্দুল হক মিয়া তার লোকজন নিয়ে কাজে বাঁধা দেয়। এ বিষয়ে আমি আব্দুল হক মিয়ার সঙ্গে কথা বলতে গেলে তিনি আমাকে হত্যা ও দেশত্যাগের হুমকি দেয়। আমি এই জনসাধারণের চলাচলে রাস্তা নির্মাণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

রাস্তা নির্মাণে বাঁধা দেওয়ার কথা স্বীকার করে আব্দুল হক মিয়া বলেন, পৌরসভা থেকে যে জায়গায় রাস্তা আরসিসি ঢালাইয়ের কাজ পাশ হয়েছে, ওই জায়গা আমার। আমি এই জায়গায় রাস্তা ঢালাইয়ের কাজ করতে দিব না। এই জায়গায় আমি দোকান নির্মাণ করবো। আমি আমার বাড়ির পূর্ব পাশ দিয়ে রাস্তা নির্মাণের জন্য পৌরসভায় আবেদন করেছি। আমি কাউকে হত্যা বা দেশ ত্যাগের হুমকি দেইনি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ বলেন, অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। কাগজপত্র যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম