Logo
Logo
×

সারাদেশ

আট কুকুর ছানা হত্যা: সেই কর্মকর্তার স্ত্রী কারাগারে

Icon

আখতারুজ্জামান আখতার, পাবনা

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম

আট কুকুর ছানা হত্যা: সেই কর্মকর্তার স্ত্রী কারাগারে

পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুর ছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যা মামলায় অভিযুক্ত নিশি রহমানের (৩৮) জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকালে নিশি রহমানকে ঈশ্বরদী থানা থেকে পাবনার আমলি আদালত-২-এ সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক তরিকুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে নিশি রহমানকে আসামি করে থানায় একটি মামলা করেন। মামলার পর মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে ঈশ্বরদী পৌর সদরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

নিশি রহমান ঈশ্বরদী উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী।

এদিকে ঈশ্বরদীতে ৮ কুকুরের বাচ্চাকে পানিতে ডুবিয়ে হত্যার ঘটনায় দেশব্যাপী সব শ্রেণি-পেশার মানুষের মর্মস্পর্শ করেছে। হৃদয়ে রক্তক্ষরণ হয় পশুপ্রেমীদের। ৮টি দুধের বাচ্চাকে হারিয়ে মা কুকুরটি এখনো শোকে কাতর। মাঝে মাঝে কুকুরটি ইউএনওর অফিসের দরজার কাছে গিয়ে উচ্চস্বরে বিলাপ করছে।

বুধবারও সকাল থেকে ছানাগুলোর খোঁজে মা কুকুরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ উপজেলা চত্বর এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। সন্তানহারা কুকুরটির এ অবস্থা দেখতে প্রতিদিনই ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে অসংখ্য নারী-পুরুষ ভিড় করছেন এবং তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম