Logo
Logo
×

সারাদেশ

তালাক গোপন রেখে শারীরিক সম্পর্ক, গ্রেফতার যুবক

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম

তালাক গোপন রেখে শারীরিক সম্পর্ক, গ্রেফতার যুবক

বগুড়ায় তালাক গোপন রেখে স্ত্রীর নামে ব্যাংক থেকে ঋণ নেন এবং শারীরিক সম্পর্কও করেন। বিষয়টি জানতে পেরে সাবেক স্বামীর বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেন ওই নারী।

এ মামলায় পলাতক প্রধান আসামি ফারুক হোসেন (৪৫) ধরা পড়েছেন। র‌্যাব-১২ বগুড়া কোম্পানির সদস্যরা মঙ্গলবার রাতে তাকে শহরের নামাজগড় এলাকা থেকে গ্রেফতার করেছেন। পরে তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

র‌্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বুধবার বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছেন।

র‌্যাব-১২ বগুড়া কোম্পানি ও মামলা সূত্র জানায়, আসামি ফারুক হোসেন বগুড়া সদরের সরলপুরের মৃত ওয়াজেদ আলীর ছেলে। তিনি কাবিননামামূলে ভিকটিমকে বিয়ে করেন। এরপর যৌতুকের জন্য প্রায়ই তাকে মানসিক ও শারীরিক নির‌্যাতন করতেন।

একপর‌্যায়ে ভিকটিম একটি ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে স্বামীর (আসামি) হিসাবে জমা করেন। ফারুক হোসেন ওই লোনের কিস্তি পরিশোধ করবেন বলে মৌখিক অঙ্গীকার করেন। পরবর্তীতে ফারুক ভিকটিমকে জানান যে, তিনি তাকে গত বছরের ৩ এপ্রিল তালাক দিয়েছেন। বিষয়টি গোপন রেখে কৌশলে ঋণ নিয়েছেন। এছাড়া স্বামী হিসেবে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। পরবর্তীতে ভিকটিম সদর থানায় সাবেক স্বামী ফারুক হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

এদিকে মামলার পর আসামিকে গ্রেফতারে র‌্যাব সদস্যরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গোপনে জানতে পারেন, আসামি বগুড়া শহরের নামাজগড় এলাকায় অবস্থান করছেন। এরপর র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে পলাতক প্রধান আসামি ফারুক হোসেনকে গ্রেফতার করেন। পরে আইনগত ব্যবস্থা গ্রহণে তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।

সদর থানার ওসি হাসান বাসির জানান, আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম