‘আমাকে যদি ফাঁকি দেন, আল্লাহকে ফাঁকি দেবেন’, বিএনপি প্রার্থীর বক্তব্য ভাইরাল
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ পিএম
কুমিল্লা-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জসীম উদ্দিন। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
আমাকে যদি ফাঁকি দেন, আল্লাহকে ফাঁকি দেবেন-এমন এক বক্তব্যে ভাইরাল হয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী জসীম উদ্দিন।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে ভিডিওটি ভাইরাল হতে থাকে। তার এই বক্তব্য ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
জসীম উদ্দিন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব।
১৫ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী জসীম উদ্দিনকে বলতে শোনা যায়- আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে। আল্লাহকে যদি ফাঁকি দেন তাহলে এটা বিএনপির ওপরে, নেত্রী অসুস্থ এই গজব আমাদের ওপরে পড়বে। এটা একটা ধানের শীষ, এটা একটা পবিত্র আমানত। আজকে এখানে যারা আছেন, আপনাদের ওয়াদা করতে হবে যে.. তখনই ভিডিওটি শেষ হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া পেশাজীবী পরিষদের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জসীম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি দীর্ঘ বক্তব্য দেন। কেউ একজন তার বক্তব্যের একটি অংশ রেকর্ড করে তা অনলাইনে ছড়িয়ে দেন। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
এ বিষয়ে জসীম উদ্দিন যুগান্তরকে বলেন, আমি আমার বক্তব্যে বলেছি আমাদের নেত্রী অসুস্থ, দল আমাকে ধানের শীষ দিয়েছে, এটা পবিত্র আমানত। আপনারা যদি কেউ এই ইমানি দায়িত্ব পালন করতে ব্যর্থ হন তাহলে কিন্তু আল্লাহর প্রদত্ত গজব হবে। আমি দীর্ঘ ২৮ মিনিট বক্তব্য দিয়েছি। দীর্ঘ এ বক্তব্যে নেতাকর্মীদের বলেছি দলের সঙ্গে বেঈমানি করলে গজব হবে। এটাকে নেতিবাচকভাবে প্রচার করা হচ্ছে।
এ ঘটনায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম যুগান্তরকে বলেন, বক্তব্যটি আমি এখনো দেখিনি।

-69312ee28000a.jpg)