Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:১২ পিএম

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত

কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম কুদ্দুস ভূঁইয়া।

কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম কুদ্দুস ভূঁইয়াকে অবশেষে বরখাস্ত করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে তাকে দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হলেও তিনি সেখানে যোগ দেননি। এতে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এতে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষর করেন। 

প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছরের ২০ আগস্ট কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম কুদ্দুস ভূঁইয়াকে দিনাজপু ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হলেও তিনি বদলিকৃত কর্মস্থলে যোগ দেননি এবং নিয়মিত অফিসে গরহাজির থাকছেন।  

কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করে বদলিকৃত কর্মস্থলে যোগ না দেওয়া সরকারি কর্মচারী বিধিমালা অনুসারে অসদাচরণের শামিল। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুসারে অসদাচরণের অভিযোগে অভিযুক্ত হওয়ায় ২০ আগস্ট থেকে সরকারি চাকরি থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হলো। 

এতে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন শামীম কুদ্দুস ভূঁইয়া বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।

এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) রাশেদুল হক চৌধুরী বলেন, শামীম কুদ্দুস ভূঁইয়া অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হিসাবে কর্মরত ছিলেন। গত দুদিন আগে তিনি কুমিল্লা ছেড়ে চলে গেছেন। বর্তমানে তার অবস্থান সম্পর্কে আমরা অবগত নই।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম