Logo
Logo
×

সারাদেশ

পাওনা টাকার জন্য শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ

Icon

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ পিএম

পাওনা টাকার জন্য শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ

পরীক্ষার টাকা দিতে না পারায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইয়াসিনকে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেষ রায়ের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ।

পরিবার সূত্রে জানা গেছে, পরীক্ষার হল থেকে বের করে দেওয়ার পর ইয়াসিন বাড়ি ফিরে বিষয়টি তার বাবা রুবেল হোসেনকে জানান। ছেলে পরীক্ষায় অংশ নিতে না পারার আশঙ্কায় তিনি দ্রুত বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের কাছে পরীক্ষা নেওয়ার অনুরোধ করেন; কিন্তু প্রধান শিক্ষক অনিমেষ পরীক্ষায় বসতে দিতে অপারগতা জানান।

পরবর্তীতে শিক্ষার্থী ইয়াসিনকে সঙ্গে নিয়ে বাবা রুবেল হোসেন ইউএনও ফারুক আহমেদের কাছে অভিযোগ তুলে ধরেন। বিষয়টি জানার পর ইউএনও তাৎক্ষণিকভাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জুবায়েদাকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। শিক্ষা কর্মকর্তা প্রধান শিক্ষক অনিমেষ চন্দ্র রায়কে তিরস্কার করেন এবং ছাত্রটিকে পরীক্ষায় অংশগ্রহণের নির্দেশ দেন।

এরপর বাবা রুবেল হোসেনকে ছেলেসহ বিদ্যালয়ে ফিরে যেতে বলা হয়। নির্দেশনার দুই ঘণ্টা বিলম্বে ইয়াসিনের পরীক্ষা নেন প্রধান শিক্ষক অনিমেষ।

প্রধান শিক্ষক অনিমেষ রায় বলেন, শিক্ষার্থী ইয়াসিনের কাছে পরীক্ষার বেতনসহ মোট ৪ হাজার ৮শ টাকা পাওনা রয়েছে। এর মধ্যে ২ হাজার ৭শ টাকা পরিশোধের কথা থাকলেও বাকি টাকা পরিশোধ না করায় তাকে টাকার কথা জিজ্ঞেস করা হয়।

তিনি আরও বলেন, কোনো ছাত্র পরীক্ষা দিতে হলে প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে পরীক্ষা দিতে হয়। ওই ছাত্র প্রধান শিক্ষকের অনুমতি না নিয়ে কেন পরীক্ষা দিতে এসেছ- এ কথা বলার পর ওই ছাত্র পরীক্ষার রুম থেকে বের হয়ে যায়। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়ার পরই পরীক্ষা নেওয়া হয়েছে বলে স্বীকার করেন তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম